বাসস দেশ-১৯ : বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

263

বাসস দেশ-১৯
ত্রাণ প্রতিমন্ত্রী-স্মৃতিসৌধ-পরিদর্শন
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
ঢাকা, ২২ মার্চ ২০১৯ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের খুব শিগগিরই দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।
আজ শুক্রবার বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. এনামুর রহমান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের বিদেশ থেকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে।’
সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রীর সাথে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৯৩৫/এমকে