বাসস ক্রীড়া-৯ : মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় রাজি নন ভারানে

176

বাসস ক্রীড়া-৯
ফুটবল-ভারানে-মাদ্রিদ
মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় রাজি নন ভারানে
মাদ্রিদ, ২২ মার্চ, ২০১৯ (বাসস) : প্রত্যাশার চাপ বাড়লেও রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় রাজি নন ডিফেন্ডার রাফায়েল ভারানে। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ২০১১ সালে এখানে যোগ দেয়ার পর তিনি দলের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লীগ ও দুটি লা লীগার শিরোপা স্বাদ পেয়েছেন। এখন নতুন চ্যালেঞ্জ গ্রহন করতে চান ২৫ বছর বয়সি এই ফুটবল তারকা। যে কারণে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান না।
ফ্রান্সের হয়ে ইউরোপীয় বাছাইপর্বের প্রস্তুতিকালে ভারানে লে পেরিসিয়েনকে বলেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চাই না। আমি আমার ভবিষ্যৎ নিয়ে জনসমক্ষে কথা বলতে চাইনা।’
সান্তিয়াগো সোলারি বরখাস্ত হবার পর স্বদেশী জিনেদিন জিদানের সঙ্গে পুনর্মিলন ঘটেছে ভারানের। চলতি মাসের শুরুতে রিয়ালের প্রধান কোচের দায়িত্বে ফেরা জিদান প্রথম দফায় রিয়াল ছাড়ার আগে দলকে এনে দিয়েছিলেন টানা তিনটি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা।
ভারানে বলেন, ‘নয় মাস খুব বেশী সময় নয়। একজন ব্যক্তি ও কোচ হিসেবে আমি তার প্রশংসা করি। তিনি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮৩৫/স্বব