বাসস দেশ-৭ : সাংবাদিক আনোয়ারুল হকের ইন্তেকাল

177

বাসস দেশ-৭
আনোয়ারুল-ইন্তেকাল
সাংবাদিক আনোয়ারুল হকের ইন্তেকাল
ঢাকা, ২২ মার্চ, ২০১৯ (বাসস) : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দ্য ডেইলি স্টারের সাবেক প্রধান প্রতিবেদক আনোয়ারুল হক মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আনোয়ারুল হক আজ শুক্রবার ভোর ৫টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আনোয়ারুল হক দিল্লি­ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিকাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
শুক্রবার বাদ জুম্মা রাজধানীর সোবহানবাগ মসজিদে তার প্রথম জানাজা, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেলা ৩টায় দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করার কথা।
বাসস/কেসি/১৬১০/জেহক