বাসস বিদেশ-৩ : অভিবাসন প্রত্যাশীদের লক্ষ্য করে টিয়্যার গ্যাস নিক্ষেপ মার্কিন সীমান্ত এজেন্টদের

140

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-মেক্সিকো-অভিবাসন
অভিবাসন প্রত্যাশীদের লক্ষ্য করে টিয়্যার গ্যাস নিক্ষেপ মার্কিন সীমান্ত এজেন্টদের
তিজুয়ানা (মেক্সিকো), ২২ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন সীমান্ত টহল দলের সদস্যরা বৃহস্পতিবার মেক্সিকোর তিজুয়ানা নগরী দিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করা মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীদের লক্ষ্য করে টিয়্যার গ্যাস নিক্ষেপ করে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, অভিবাসন প্রত্যাশীদের একটি গ্রুপ রশি ব্যবহার করে তিজুয়ানা ও ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোর মধ্যবর্তী স্থানে দেয়া পরিবেষ্টনী অতিক্রম করার চেষ্টা করলে সীমান্ত টহল দলের সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ছুঁড়ে। এদের মধ্যে শিশুও রয়েছে।
সেখানে থাকা এএফপি’র এক সাংবাদিক জানান, রশি বেয়ে এক অভিবাসন প্রত্যাশী সীমান্ত অতিক্রম করলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
এনিয়ে মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশী গ্রুপটি এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো সীমান্ত অতিক্রর করার চেষ্টা করলো। নিজ দেশে ব্যাপক সহিংসতার কারণে জীবনযাপন হুমকির মুখে পড়ায় তারা আশ্রয় প্রার্থনা করছে।
এক সপ্তাহ আগে প্রায় ৫০ জন এ সীমান্ত অতিক্রম করে। গত মঙ্গলবার আরো প্রায় ১০ জন সীমান্ত পার হয়। কর্তৃপক্ষ এদের সকলকে আটক করে।
বাসস/এমএজেড/১২৩৫/-আরজি