বাসস দেশ-২৯ : দেশী-বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকায় ১২তম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সামিট অনুষ্ঠিত

314

বাসস দেশ-২৯
ইন্টারন্যাশনাল- সামিট
দেশী-বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকায় ১২তম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সামিট অনুষ্ঠিত
ঢাকা, ২১ মার্চ, ২০১৯ (বাসস) : দেশী-বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহনে ঢাকায় ১২তম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছে।
আজ রানার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ও ফেডারেশন অব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসোসিয়েশনস (ইউডিইএফ)-এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ডাঃ মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই সামিট অনুষ্ঠিত হয়।
বিশে^র ৩৫টি দেশের প্রায় তিন হাজার শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন।
সামিটে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএন উইং-এর ডিরেক্টর জেনারেল নাহিদা সোবহান, রেল মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আতিকুর রহমান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের ডেপুটি হেড অব মিশন এনিস ফারুক এরদেম, ইউডিইএফ -এর ভাইস প্রেসিডেন্ট আসলান বেকিরোগলু ও এশিয়া কোঅরডিনেটর মো. সালাহ উদ্দিন এবং রানার বাংলাদেশের নির্বাহী পরিচালক শাফীকুল হাসান ও পরিচালক আশরাফী হাসান প্রমুখ।
দিনব্যাপী আয়োজনের বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব হাইয়ার এডুকেশন মো. তৌহিদুর রহমান, বাংলাদেশ ইনিশিয়েটিভ ফর পলিসি এন্ড ডেভেলপমেন্ট (বিআইপিডি) এর নির্বাহী পরিচালক আবদুল্লাহ যোবায়ের ও পার্টনারশীপ স্পেশালিস্ট জিনাথ সুলতানা ।
অনুষ্ঠানে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির পাশাপাশি বিদেশী শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুবিধা সমূহ তুলে ধরা হয়। এতে বক্তারা বলেন, বিদেশী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে সামনে এগিয়ে যাচ্ছে। উচ্চ শিক্ষা প্রদানে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। উন্নত মানের শিক্ষা ব্যবস্থা এবং কম খরচে পড়াশোনার সুযোগ দিতে সক্ষম দেশের নামি বিশ্ববিদ্যালয়গুলো। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোয় এখন অনেক ভিনদেশী শিক্ষার্থী পড়তে আসছেন।
বাসস/সবি/এমএআর/২০১৫/জেহক