সেনাবাহিনী হকিতে ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

374

ঢাকা, ২১ মার্চ, ২০১৯ (বাসস) : ৯ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সাভারস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হকি টার্ফে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দলগতভাবে ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ বছর ৩৩ পদাতিক ডিভিশন এর সৈনিক মোঃ আহসান হাবীব সেরা খেলোয়াড় এবং ৫৫ পদাতিক ডিভিশন এর সৈনিক মোঃ সোহেল মিয়া সেরা নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।
সাভার এরিয়ার এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং, ৯ম পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মোঃ আকবর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ এবং সাভার সেনানিবাসের সকল ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৩ মার্চ এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ১৩টি ফরমেশন দল অংশগ্রহণ করে।