বাসস দেশ-২২ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিকে অবহিত করণ

171

বাসস দেশ-২২
কমিটি-বিদ্যুৎ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিকে অবহিত করণ
ঢাকা, ২১ মার্চ, ২০১৯ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কার্যক্রম সর্ম্পকে অবহিত করা হয়েছে।
কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শামসুর রহমান শরীফ, মো. আবু জাহির, মো. আলী আজগার, এস. মো. নূরুল ইসলাম তালুকদার. মো. আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম এবং বেগম নার্গিস রহমান সভায় অংশগ্রহণ করেন।
বিদ্যুৎ বিভাগের সিনিয়রসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯১০/-জেজেড