বাসস ক্রীড়া-১৫ : পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

203

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-পাকিস্তান
পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ
করাচি, ২১ মার্চ, ২০১৯ (বাসস) : কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় ৪৪ জন সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় নিজ দেশে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ ‘পিএসএল’ সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারত। তারই প্রেক্ষিতে এবার আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) সম্প্রচার বন্ধের ঘোষণা দিলো পাকিস্তান।
পাকিস্তান সরকারের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ইতোমধ্যে দেশটির ইলেকট্রনিক্স মিডিয়া রেগুলাটরি কর্তৃপক্ষকে দেশে আইপিএলের কোনো ম্যাচ সম্প্রচার না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সবাই জানি ভারতীয় কোম্পানিগুলো তাদের দেশে পিএসএল সম্প্রচার বন্ধ করেছিলো। এ অবস্থায় পাকিস্তানে আইপিএল প্রচার করা কঠিন। আমরা চেয়েছিলাম ক্রিকেট এবং রাজনীতি আলাদা থাকুক। কিন্তু ভারত পিএসএল সম্প্রচার বন্ধ করে পরিস্থিতি ঘোলাটে করেছে।’
আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ আসর।
বাসস/এএমটি/১৮৩৫/স্বব