বাসস ক্রীড়া-১৩ : বায়ার্ন ছাড়ার চিন্তা করছেন অসন্তুষ্ট সানচেজ

190

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-বায়ার্ন-সানচেজ
বায়ার্ন ছাড়ার চিন্তা করছেন অসন্তুষ্ট সানচেজ
বার্লিন, ২১ মার্চ, ২০১৯ (বাসস/এএফপি) : খেলার সুযোগ কম পাওয়ায় অসন্তুস্ট ইউরো ২০১৬ শিরোপা জয়ী রেনাটো সানচেজ। যে কারণে মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ ছেড়ে যাবার বিষয়টি ভাবছেন বলে জানিয়েছেন তিনি।
১৮ বছর বয়সে ২০১৬ সালে ৩৫ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন পুর্তগীজ এই মিডফিল্ডার। একজন টিএনজারের জন্য সেটি ছিল বুন্দেস লীগার রেকর্ড। ম্যাগাজিন কিকারকে তিনি বলেন, ‘এখানে আমি খুশি নই।’
দারুন একটি সময়ে সানচেজকে চুক্তিবদ্ধ করেছিল বায়ার্ন। তিনি তার দেশ পর্তুগালকে ইউরোপীয় চ্যাম্পিয়ন শিরোপা পেতে দারুন ভুমিকা রেখেছিলেন। ভোটে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের খেতাবও লাভ করেন সানচেজ। তবে বয়ার্ন তাকে বিক্ষিপ্তভাবে ব্যবহার করেছে। গত মৌসুম তাকে ধারের খেলোয়াড় হিসেবে খেলতে হয়েছে সোয়ানসিতে। সেখানে পায়ের ইনজুরির কারণে প্রিমিয়ার লীগের মাত্র ১২টি ম্যাচে অংশ নিয়েছেন।
এই মৌসুমে বায়ার্নের প্রধান কোচ নিকো কোভাকের অধীনে বুন্দেসলীগায় মাত্র চারটি ম্যাচে সেরা একাদশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন সানচেজ। তিনি অভিযোগের সুরে বলেন, ‘আমি প্রচুর পরিশ্রম করেছি। কিন্তু খেলার সুযোগ পাইনি। অথচ সতীর্থ জাভি মার্টিনেজ, থিয়াগো আলচানতারা এবং লেওন গোরেৎকা তার চেয়ে বেশী সুযোগ পেয়েছেন।’
তার মতে নিজের জন্য যেটি ভাল, সেটিকেই তার বেছে নিতে হবে। বলেন, ‘আমি বেশী ম্যাচ খেলতে চাই। প্রয়োজনে অন্য ক্লাবে পাড়ি জমাব। এখন সেটিই আমার ভাবনার মুল বিষয়।’
জানুয়ারির দলবদলের সময় ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সানচেজের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। তবে কোভাক তাকে ছাড়তে রাজি হননি।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৩০/স্বব