বাসস ক্রীড়া-১২ : দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা

169

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-টি-২০
দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা
সেঞ্চুরিয়ান, ২১ মার্চ, ২০১৯ (বাসস) : টানা দ্বিতীয় ম্যাচ জিতেই সফরকারী শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। উত্তেজনাপূর্ণ প্রথম ম্যাচ সুপার ওভারে জিতে টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়ারা। তাই দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করার লক্ষ্য নিয়ে আগামীকাল দ্বিতীয় টি-২০তে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। পক্ষান্তরে দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজে সমতা আনতে চায় শ্রীলংকা। সেঞ্চুরিয়ানে আগামীকাল রাত দশটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-২০।
ফেভারিট হয়ে টেস্ট সিরিজ শুরু করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুই ম্যাচের সিরিজে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয় প্রোটিয়ারা। তাতেও আত্মবিশ্বাস হারায়নি দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ায় স্বাগতিকরা।
ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে বিধ্বস্ত করে টানা পাঁচ ম্যাচেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয়বারের মত হোয়াইটওয়াশের লজ্জা পায় লংকানরা। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের প্রতিশোধ নেয় দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসী হয়ে উঠে দক্ষিণ আফ্রিকা। তাই টি-২০তে ভালো করার ব্যাপারে আশাবাদি ছিলো তারা। ভালো করার ব্যাপারে বদ্ধ পরিকর ছিলো শ্রীলংকাও। এমন লক্ষ্য নিয়ে কেপ টাউনে সিরিজের প্রথম টি-২০ খেলতে নামে দু’দল।
টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ভালো করতে পারেনি শ্রীলংকার ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায় লংকানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন কামিন্দু মেন্ডিস।
জবাবে ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় ভালোভাবে জবাব দিতে পারেনি দক্ষিণ আফ্রিকাও। তারপরও ডেভিড মিলারের ২৩ বলে ৪১ রানে লড়াইয়ে ছিলো তারা। শেষ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে ৫ রান প্রয়োজন পড়ে দক্ষিণ আফ্রিকার। শ্রীলংকার বাঁ-হাতি পেসার ইসরু উদানার বোলিং নৈপুন্যে মাত্র ৪ রান নিয়ে ম্যাচ টাই করে দক্ষিণ আফ্রিকা। পরে সুপার ওভারে জয় পায় প্রোটিয়ারাই।
তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্সই করতে চাইছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জেপি ডুমিনি। এ ম্যাচে জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে চান তিনি, ‘প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করেনি। আশা করি, এ ম্যাচে ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলবে। এ ম্যাচ জিতেই আমরা সিরিজ নিশ্চিত করতে চাই।’
প্রথম ম্যাচ হারলেও দলের পারফরমেন্সে খুশী শ্রীলংকার অধিনায়ক লাসিথ মালিঙ্গা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি, ‘আমরা সিরিজে পিছিয়ে রয়েছি। এখন সিরিজে টিকে থাকতে জয় ছাড়া কোন পথ নেই আমাদের। তাই দ্বিতীয় ম্যাচ জিতেই আমরা সিরিজে সমতা আনতে চাই।’
টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত ১১বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ৬বার দক্ষিণ আফ্রিকা ও ৫বার শ্রীলংকা জয় পায়। তবে সিরিজ জয়ের ক্ষেত্রে এগিয়ে শ্রীলংকা। এখন পর্যন্ত তিনটি টি-২০ সিরিজ খেলেছে দু’দল। এরমধ্যে দু’বার শ্রীলংকা ও একবার দক্ষিণ আফ্রিকা জয় পায়।
দক্ষিণ আফ্রিকা দল (সম্ভাব্য): ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, রিজা হেন্ড্রিকস, ইমরান তাহির, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্টি, আন্দিল ফেলুকুয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, রাসি ভ্যান ডার ডুসেন।
শ্রীলংকা দল(সম্ভাব্য) : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরাশান ডিকবেলা, আবিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিজ, প্রিয়মল পেরেরা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, ইসুরু উদানা, আসিথা ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়া, জেফরি ভ্যান্ডারসে, লক্ষন সান্দাকান।
বাসস/এএমটি/১৮২৫/স্বব