বাসস ক্রীড়া-৭ : আইপিএল থেকে ছিটকে পড়লেন এনগিডি ও নর্টি

104

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-আইপিএল
আইপিএল থেকে ছিটকে পড়লেন এনগিডি ও নর্টি
নয়াদিল্লি, ২১ মার্চ ২০১৯ (বাসস) : ইনজুরির কারনে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার লুঙ্গি এনগিডি ও এনরিখ নর্টজি। শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাম পাশের পেশিতে টান খেয়েছেন এনগিদি। অপরদিকে একই ম্যাচে ডান কাঁধের ইনজুরিতে পড়েন নর্টি। ইনজুরি থেকে সেরে উঠতে এনগিদির চার সপ্তাহ ও নর্টির ছয় সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ফিজিওরা। এনগিদি চেন্নাই সুপার কিংস ও নর্টির কলকাতা নাইট রাউডার্সের হয়ে খেলার কথা ছিল।
এনগিদির ইনজুরির বিষয়ে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার ড. মোহাম্মদ মুসাজি বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচে বল করার সময় ইনজুরিতে পড়েন এনগিদি। সুস্থ হতে সময় লাগবে তার। এছাড়া বিশ্বকাপের আগে তাকে নিয়ে কোন ঝুঁিক নিতে চাই না আমরা।’
নর্টির ব্যাপারে মুসাজি বলেন, ‘নর্টি ডান কাঁধের ইনজুরিতে পড়েছেন। এ ইনজুরির কারণে দুর্ভাগ্যজনকভাবে এবারের আইপিএলে খেলতে পারবে না সে। বিশ্বকাপের আগে তাকে ফিট করে তোলা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’
গেল বছর প্রথম আইপিএলে খেলেন এনগিদি। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি।
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বাসস/এএমটি/১৬২৫/স্বব