অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সচেষ্ট নির্বাচন কমিশন : রফিকুল ইসলাম

183

বরগুনা, ২১ মার্চ, ২০১৯ (বাসস) : জেলায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, উত্তারাঞ্চলের নির্বাচনী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সচেষ্ট নির্বাচন কমিশন।
জেলার আমতলী উপজেলার সরকারি একে মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বেলা সাড়ে ১১টায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্ধোধনী সভায় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম আরও বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম অন্যায় সহ্য করা হবে না। তিনি বরগুনা জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে নির্বাচন উপলক্ষে আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
সভায় বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বক্তব্য রাখেন এবং সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য আগামী ৩১ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।