বাসস বিদেশ-৫ : ইসরাইলি সৈন্যের গুলিতে ফিলিস্তিনি নাগরিক নিহত

177

বাসস বিদেশ-৫
ইসরাইল-ফিলিস্তিন
ইসরাইলি সৈন্যের গুলিতে ফিলিস্তিনি নাগরিক নিহত
জেরুজালেম, ২১ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : অধিকৃত পশ্চিম তীরে বুধবার রাতে ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের হাসপাতাল সূত্র একথা জানা গেছে। খবর এএফপি’র।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেথলেহেমের নিকটবর্তী একটি নিরাপত্তা ফাঁড়ির কাছে ২৬ বছর বয়সী আহমেদ মনাসারাকে গুলি করে হত্যা করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
ইসরাইলি সামরিক সূত্র জানায়, ইসরাইলি গাড়ি বহর লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে সনাক্ত করে এক সৈন্য গুলি চালায়। এতে ওই ব্যক্তি নিহত হয়।
বৃহস্পতিবার এক বিবৃতি সেনাবাহিনী জানায়, ‘এ ঘটনা তদন্ত করা হবে।’
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গুলিতে নিহত হওয়ার সময় মনাসারা গাড়িতে ছিল। এসময় ওই গাড়িতে থাকা আরেক ফিলিস্তিনি নাগরিক মারাত্মকভাবে আহত হয়।
ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম তীরে উত্তেজনা বেড়ে যাওয়ায় নাবলুসের কাছে সংঘর্ষে দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার একদিন পর মনাসারাকে হত্যা করা হলো।
আগামী ৯ এপ্রিল ইসরাইলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাসস/এমএজেড/১৩০৫/জুনা