বাজিস-২ : নাটোরের উন্নয়ন তথ্য নিয়ে আলোচনা সংগীত চলচ্চিত্র প্রদর্শনী

166

বাজিস-২
নাটোর-চলচ্চিত্র প্রদর্শনী
নাটোরের উন্নয়ন তথ্য নিয়ে আলোচনা সংগীত চলচ্চিত্র প্রদর্শনী
নাটোর, ২১ মার্চ, ২০১৯ (বাসস) : বিগত এক দশকে সম্পন্ন নাটোর তথা দেশের উন্নয়ন তথ্য এবং বাস্তবায়নাধীন উন্নয়ন পরিকল্পনা বিষয়ে আজ বৃহস্পতিবার নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, জননেত্রী শেখ হাসিনার গতিশীল ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের এ উন্নয়ন অগ্রযাত্রায় ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ২০৩১ সালে টেকসই উন্নয়ন পরিকল্পনার পথ পরিক্রমায় আমরা পৌঁছে যেতে চাই ২০৪১ সালের কাংখিত উন্নত বাংলাদেশে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান প্রজন্মের জন্যে আমরা উন্নত বাংলাদেশ নিশ্চিত করতে চাই। এ লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্যে আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, বিগত সময়ে সরকারের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়েছে বলে দেশের উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন সহজ হচ্ছে। মেগা পরিকল্পনা বাস্তবায়ন,শতভাগ বিদ্যুতায়ন, তথ্য প্রযুক্তির বিস্তার, অবকাঠামো উন্নয়ন, কৃষি,শিক্ষা,স্বাস্থ্যের অভূতপূর্ব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মাধ্যমে দেশে নতুন জাগরণ সৃস্টি হয়েছে। দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। এ ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের মধ্য দিয়ে খুব সহজেই উন্নত বাংলাদেশের কাংখিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো।
অনুষ্ঠানে জানানো হয়, নাটোর জেলায় বিগত এক দশকে বিভিন্ন পর্যায়ে এক হাজার ৪৮৮ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। উন্নয়ন সূচকে এগিয়ে বর্তমানে দেশের জনগণের মাথাপিছু আয় বেড়ে হয়েছে এক হাজার ৯০৯ ডলার।
গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচারাভিযানের অংশ হিসেবে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মোঃ মিজানুর রহমান এবং সভা প্রধানের দায়িত্ব পালন করেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান।
পরে দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী উপভোগ করেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২৩৫/নূসী