বাসস বিদেশ-৪ : বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দিতে সম্মত নিকারাগুয়া সরকার

226

বাসস বিদেশ-৪
নিকারাগুয়া-রাজনীতি
বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দিতে সম্মত নিকারাগুয়া সরকার
মানাগুয়া, ২১ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : নিকারাগুয়া সরকার বিরোধী দলীয় বন্দিদের ৯০ দিনের মধ্যে মুক্তি দিতে বুধবার সম্মত হয়েছে। দলটির সঙ্গে শান্তি আলোচনা শুরু করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। দেশটিতে ১১ মাস ধরে রাজনৈতিক সংকট চলছে। এক সংলাপ মধ্যস্থতাকারী একথা জানান।
খবর এএফপি’র।
অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’র বিশেষ দূত লুইস অ্যাঞ্জেল রোসাডিলা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সরকার ‘বিক্ষোভকালে আটক সকল বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে।’
গত বছরের এপ্রিল মাসে এই বিক্ষোভ শুরু হয়। এটাকে কেন্দ্র করে বিভিন্ন সহিংসতায় ৩২৫ জন নিহত হ ও ৭শ’ লোককে বন্দি করা হয়।
চুক্তিতে ওর্তেগা সরকারের বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
বাসস/ কেএআর/১১৪০/এমএজেড