৩৭তম বিসিএসে ১,২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ

583

ঢাকা, ২০ মার্চ, ২০১৯ (বাসস) : ৩৭তম বিসিএসে ১ হাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে প্রশাসন ক্যাডারে ২৯২ জন, সহকারী সার্জন হয়েছেন ২৫৮ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫০ জন, পুলিশ ক্যাডারে ৯৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১৯জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও আনসার, তথ্য, ডাক, খাদ্য, কৃষি, শিক্ষাসহ বিভিন্ন ক্যাডারে ৫০৮ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করে। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয় ৮ হাজার ৫২৩ জন।