বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

597

ঢাকা, ২০ মার্চ, ২০১৯ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তার অফিস কক্ষে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস সাক্ষাৎ করেছেন।
এ সময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, দু’দেশ খুবই আন্তরিকতার সাথে কাজ করছে এবং সময়ের পরিক্রমায় দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর হচ্ছে। এ সময় পাইপলাইন, গ্যাস সংযোগ, বিদ্যুৎ আমদানি, এলএনজি টার্মিনাল ইত্যাদি বিষয়সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্ভাব্য খাত নিয়ে আলোচনা হয়।
ভারতের হাইকমিশনার জি-টু-জি বা অন্য প্রকল্প বাস্তবায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি জানান, ভারতের বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো বিনিয়োগ করতে আগ্রহী। প্রতিমন্ত্রী এসময় বলেন, বাংলাদেশের প্রচুর গ্যাস প্রয়োজন। বিদ্যুৎ আমদানিকেও সরকার ইতিবাচকভাবে দেখছে।
এ সময় অন্যান্যের মধ্যে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গৌরব গান্ধী উপস্থিত ছিলেন।