বাসস দেশ-৪০ : এসডিজি আর্জন করতে হলে এতিম শিশুদের উন্নয়নে দৃষ্টি দিতে হবে : সেমিনারে বক্তারা

538

বাসস দেশ-৪০
ইসলামিক রিলিফ-সেমিনার
এসডিজি আর্জন করতে হলে এতিম শিশুদের উন্নয়নে দৃষ্টি দিতে হবে : সেমিনারে বক্তারা
ঢাকা, ২০ মার্চ, ২০১৯ (বাসস) : রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে অবশ্যই দেশের এতিমদের সার্বিক উন্নয়নের প্রতি দৃষ্টি দিতে হবে।
আজ বুধবার নগরীর আব্দুল গণি রোডস্থ সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স হলে যুক্তরাজ্যভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ আয়োজিত ‘এতিম শিশুদের অধিকার নিশ্চিতকরণে পরিবারের উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সামাজিক সুবিধাবঞ্চিত এতিম শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্তকরণে সামাজিক নিরাপত্তামূলক বহুমূখী কর্মসূচি গ্রহণ, আয়বর্ধনমূলক কাজে এতিম পরিবারকে সহায়তাকরণ এবং জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা প্রয়োজন বলেও বক্তারা উল্লেখ করেন।
ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর আকমল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইনুল কবীর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক।
স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক এনামুল হক সরকার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুড়িগ্রামের ওলিপুর উপজেলার চেয়ারম্যান মো. হায়দার আলী মিয়া, ওলিপুর উপজেলার ওলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কুমারী দীপা রানী সরকার এবং অপুয়ার খাতা গ্রামের বিধবা রওশন আরা প্রমূখ।
বাসস/সবি/জেডআরএম/২০৪০/অমি