বাসস দেশ-২৯ : রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ২০ ঘর পুড়ে ছাই

173

বাসস দেশ-২৯
রোহিঙ্গা ক্যাম্প-অগ্নিকান্ড
রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ২০ ঘর পুড়ে ছাই
কক্সবাজার, ২০ মার্চ, ২০১৯ (বাসস) : কক্সবাজারের টেকনাফে অনিবন্ধিত লেদা রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুনে ২০টি ঘর পুড়ে গেছে। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন বুধবার সকালে রোহিঙ্গাদের একটি ঘরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে হাসিনা বেগমের ঘরে এবং পরে আশপাশে ছড়িয়ে পড়ে। রোহিঙ্গারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে ২০টি ঝুপড়ি ঘর পুড়ে যায়। এতে কেউ হতাহত না হলেও ঘরে থাকা বিভিন্ন জিনিষপত্র আগুনে পুড়ে গেছে।
নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, লেদা রোহিঙ্গা শিবিরের পাশে স্থানীয় এক ব্যক্তির জমিতে আশ্রিত রোহিঙ্গাদের ঘরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সহায়তায় রোহিঙ্গারা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসস/সংবাদদাতা/কেসি/১৮১৩/এএএ