বাসস দেশ-১৭ : বেসিস সফট এক্সপোতে জাপান ডে

126

বাসস দেশ-১৭
বেসিস-জাপান ডে
বেসিস সফট এক্সপোতে জাপান ডে
ঢাকা, ২০ মার্চ, ২০১৯ (বাসস) : বেসিস সফটএক্সপোতে আজ পালিত হচ্ছে জাপান ডে।
মঙ্গলবার শুরু হওয়া আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী বেসিস সফটএক্সপোর দ্বিতীয় দিনে আজ চলছে জাপান ডে কার্যক্রম।
জাপান ডে’র অন্যান্য আয়োজনে রয়েছে জাপানে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে করণীয়,এক্সিপেরিয়েন্স শেয়ারিং সেশন এবং জাইকা-আইটিইই সনদ বিতরণি অনুষ্ঠান।
তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান সম্ভাবনার সম্প্রসারণে বেসিস মেলার ২য় দিনকে জাপান ডে হিসেবে ঘোষণা করা হয়। জাপানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বাজার প্রসারে যৌথভাবে কাজ করছে বর্তমান সরকার এবং বেসরকারী প্রতিষ্ঠানসহ বেসিস।
এঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী।
মন্ত্রী বলেন,জাপানের সাথে বাংলাদেশের সর্ম্পক বহুপুরানো এবং দেশের সার্বিক উন্নয়নে জাপানের সহযোগিতা বরাবরই ইতিবাচক। সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে এবং এর ফলাফলও ইতিবাচক।
তিনি বলেন,বাংলাদেশ সরকার দেশের উন্নয়নে ও বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদান করার জন্য জাপানকে ৪০০ হেক্টর জমি প্রদান করার প্রস্তাব অনুমোদন করেছে।তথ্যপ্রযুক্তি ছাড়াও অন্যান্য বাণিজ্য প্রসারেও জাপান বাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
তিন দিনব্যাপী বেসিস সফটএক্সপো ২০১৯ চলবে আগামী ২১ মার্চ পর্যন্ত।
বাসস/সবি/এসএস/১৭০৯/অমি