বাসস দেশ-২০ : প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে : শাহজাহান কামাল

737

বাসস দেশ-২০
শাহজাহান কামাল-রেমিটেন্স
প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে : শাহজাহান কামাল
ঢাকা, ৬ জুন, ২০১৮ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ।
তিনি বলেন, সেই প্রবাসীরা এয়ারপোর্টে হেনস্তার শিকার হলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি আজ বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান শ্রমিক লীগ (সিবিএ) আয়োজিত দোয়া ও ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি মুশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্যদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিমানমন্ত্রী বলেন, যাত্রীরা যাতে দ্রুত তাদের লাগেজ পেতে পারে সেজন্য কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোন গাফিলতি সহ্য করা হবে না। এ অবস্থার উত্তরণে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে গতি আনতে শ্রমিকদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী ।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২০১৫/কেজিএ