রেফারির সাথে বিরোধে এভারটন কোচকে জরিমানা করেছে এফএ

198

লন্ডন, ২০ মার্চ ২০১৯ (বাসস) : নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে পরাজয়ের পর রেফারি লি ম্যাসন ও তার সহকারীর সাথে বিরোধে জড়িয়ে পড়ায় এভারটনের কোচ মার্কো সিলভাকে ১২ হাজার পাউন্ড জরিমানা করেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)।
সেন্ট হোমস পার্কে গত ৯ মার্চ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এভারটন ৩-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। সিলভার দাবী ম্যাচের শেষ মুহূর্তে আয়োজে পেরেজের জয় সূচক গোলটি স্পষ্ট অফ-সাইড ছিল। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে সিলভা মাঠে ঢুকে ম্যাসন ও অন্য সহকারীদের সাথে বিষয়টি নিয়ে বিতন্ডায় জড়িয়ে পড়েন। রেফারির সাথে অশোভন আচরণের দায়ে সিলভাকে অভিযুক্ত করা হয় যা তিনি নিজেও স্বীকার করেছেন। শুনানির পর মঙ্গলবার সিলভাকে ১২ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। তবে টাচলাইন নিষেধাজ্ঞার থেকে এযাত্রা তিনি বেঁচে গেছেন।
এর আগে চলতি মাসের শুরুতে বার্নলির বিপক্ষে ম্যাচ শেষে রেফারি মাইক ডিনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের জের হিসেবে টটেনহ্যাম ম্যানেজার মরিসিও পোচেত্তিনোকে দুই ম্যাচের জন্য টাচলাইন নিষেধাজ্ঞা দিয়েছিল এফএ।