বাসস ক্রীড়া-২ : অবশেষে স্পেন জাতীয় দলে ডাক পেলেন ক্যানালেস

204

বাসস ক্রীড়া-২
ফুটবল-স্পেন
অবশেষে স্পেন জাতীয় দলে ডাক পেলেন ক্যানালেস
স্পেন, ২০ মার্চ ২০১৯ (বাসস) : ইউরো ২০২০ বাছাইপর্বে স্পেনের জাতীয় দলে খেলার জন্য অবশেষে লুইস এনরিকের বিবেচনায় ডাক পেয়েছেন সার্জিও ক্যানালেস।
রিয়াল বেটিসের ২৮ বছর বয়সী এই এ্যাটাকিং মিডফিল্ডার অনুর্ধ্ব-১৬ থেকে অনুর্ধ্ব-২১ সবকটি বয়সভিত্তিক জাতীয় দলে সুযোগ পেলেও এই প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন। আর তাই তিনি অকপটেই স্বীকার করেছেন জাতীয় দলে খেলার স্বপ্ন তিনি অনেকটাই তুলে রেখেছিলেন। ইউরো বাছাইপর্বে জন্য ইসকোকে আপাতত বিবেচনা করেননি এনরিকে। ইনজুরি আক্রান্ত ফাবিয়ান রুইজের স্থানে প্রথমে সাওল নিগুয়েজের নাম আসলেও পরবর্তীতে তাকেও বাদ দেয়া হয়। তার পরিবর্তে রিয়াল বেটিসের হয়ে এবারের মৌসুমে দারুন ফর্মে থাকা ক্যানালেসকে বেশী যোগ্য বলে মনে করেছেন এনরিকে।
রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার এবার সিনিয়র দলে নিজেকে প্রমানের জন্য মুখিয়ে আছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘জাতীয় দলের চিন্তা একেবারেই মাথা থেকে চলে গিয়েছিল। সব সময়ই আমার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ইচ্ছা ছিল। বিশেষ করে সবকটি যুব দলে খেলার পর এই ইচ্ছা আরো প্রবল হয়। কিন্তু এক সময় মনে হয়েছে ক্যারিয়ারে এই ইচ্ছা হয়তোবা আর পূরণ হবে না। তবে আমি ধারাবাহিকভাবে ফর্ম ধরে রাখার চেষ্টা করেছি। সেটা যে পর্যায়েই হোক না কেন। শেষ পর্যন্ত জাতীয় দলে আসতে পেরে আমি দারুন আনন্দিত। এটা আমার জন্য একটা উপহার। আমি ২০০ ভাগ দিতে প্রস্তুত আছি। প্রতিটি মুহূর্ত এখানে উপভোগ করতে চাই।’
শনিবার নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেন তাদের ইউরো ২০২০ বাছাইপর্বের মিশন শুরু করবে। তিনদিন পর তারা মাল্টার মোকাবেলা করবে। গত বছর বিশ^কাপের শেষ ১৬’র লড়াই থেকে বিদায় ও নেশন্স কাপে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে ফাইনালে খেলতে ব্যর্থ হবার পরও ক্যানালেস মনে করেন ইউরোপীয়ান শিরোপা জয়ে তার দলই ফেবারিট। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচে জয়ের জন্যই আমরা মাঠে নামবো। কোচও আমাদের মাঝে এই উপলব্ধি গেঁথে দিয়েছেন। ড্রেসিং রুমের চিত্রটাও এখন সম্পূর্ণ ভিন্ন। ইউরোতে আমরাই ফেবারিট।’
বাসস/নীহা/১৫৩৫/স্বব