ক্রাইস্টচার্চে লাইভস্ট্রিম ভিডিও শেয়ার করে অভিযুক্ত আরেক ব্যক্তি

209

ক্রাইস্টচার্চ (নিউজিল্যান্ড), ২০ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডের ক্রাইন্সচার্চের একটি মসজিদে ভয়াবহ হামলার লাইভস্ট্রিম ভিডিও শেয়ার করায় ৪৪ বছর বয়সী আরেক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ নিয়ে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হল।
খবর এএফপি’র।
মঙ্গলবার নিউজিল্যান্ড পুলিশ ফিলিপ আর্পস (৪৪) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ২৮ বছর বয়সী উগ্রবাদী সন্ত্রাসী ব্রেনটন ট্যারেন্ট মসজিদে হামলা চালানোর চার দিন পর ফিলিপকে গ্রেফতার করা হয়।
আর্পসের বিরুদ্ধে ফিল্ম অ্যাক্ট এর আওতায় আপত্তিকর জিনিষ প্রচারের দুটি অভিযোগ আনা হয়েছে। ক্রাইস্টচার্চ দায়রা আদালতে হাজির করার পর তাকে রিমান্ডের জন্যে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিল আবার তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে একই অভিযোগে এক কিশোরকে আদালতে হাজির করা হয়।
হামলাকারী ট্যারেন্ট নিজেই ওই হামলার ভিডিওচিত্র ধারণ ও সরাসরি প্রচার করে। তার বিরুদ্ধে আল নূর ও লিনউড মসজিদে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ আনা হয়েছে।
এদিকে বুধবার নিহতদের জানাজা ও দাফন শুরু হয়েছে।
কর্মকর্তারা লাশগুলোকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের পর বুধবার দিনের শেষে ও বৃহস্পতিবার আরো লাশ দাফন করা হবে বলে ধারণা করা হচ্ছে।