পশ্চিম তীরে সংঘর্ষে ইসরাইলি সৈন্যের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

206

নাবলুস (ফিলিস্তিন ভূখন্ড), ২০ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক): অধিকৃত পশ্চিম তীরে ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ একটি স্থানের কাছে বুধবার রাতে সংঘর্ষ চলাকালে ইসরাইলি সৈন্যের গুলিতে দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, নাবলুস নগরীর একেবারে নিকটবর্তী ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান জোসেফ স্মৃতিস্তম্ভের কাছে ইসরাইলি সৈন্যের গুলিতে ২১ বছর বয়সী রাইদ ও ২০ বছর বয়সী জায়িদ নুরি নিহত হয়।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, স্থানটি পরিদর্শন করতে আসা ইহুদি ভক্তদের লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারলে সেখানে সৈন্যরা হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায়।