বাসস বিদেশ-১ : মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ‘সব ধরনের পদক্ষেপের’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

286

বাসস বিদেশ-১
যুক্তরাষ্ট্র-ভেনিজুয়েলা
মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ‘সব ধরনের পদক্ষেপের’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
ওয়াশিংটন, ২০ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফের নিশ্চিত করে বলেছেন, ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে সব ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।
হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের সামনে এখন সব ধরনের পথই খোলা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘ভেনিজুয়েলায় যা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। দেশটিতে ঋণ, ধ্বংস ও ক্ষুধা ছাড়া আর কিছুই নেই।’
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সাথে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প এসব কথা বলেন। জাইর মাদুরোর ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলসহ বিশ্বের ৫০টির বেশি দেশ ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে দেশটির জাতীয় পরিষদের প্রধান বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে।
বাসস/ কেএআর/এমএজেড/১১০৫/আরাজি