বাসস দেশ-৫০ : শেখ হাসিনার নেতৃত্বে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ১৪ দল : বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

493

বাসস দেশ-৫০
বঙ্গবন্ধু-শততম জন্মদিন-১৪ দল
শেখ হাসিনার নেতৃত্বে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ১৪ দল : বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা
ঢাকা, ১৯ মার্চ, ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে কেন্দ্রীয় ১৪ দল।
তারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো চলছে। তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে ১৪ দল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। স্বাধীনতাবিরোধী খুনিদের আর কখনো ক্ষমতায় আসতে দেয়া যাবে না।
তারা আজ বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তবে দেশ যত এগিয়ে যাবে ষড়যন্ত্র ততো বেশি হবে। শত্রুরা আঘাত হানার চেষ্টা করবে তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে পাকিস্তানী কায়দার পরিচালনা করা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেন, অসাম্প্রদায়িক শোষণমুক্ত দেশ গড়তে ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। চক্রান্ত এখনো শেষ হয়নি, স্বাধীনতাবিরোধীদের বিষ দাঁত উপড়ে ফেলা যায়নি।
তিনি বলেন, তবে স্বাধীনতা বিরোধী খুনিরা যাতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেজন্য ১৪ দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
১৪ দল চোখের মনির মতো শেখ হাসিনাকে রক্ষা করবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একাত্তর-পঁচাত্তরের খুনি ও জাতীয় নেতার খুনিদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছেন।
তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করবে ১৪ দল। এদিন বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো সংকলন আকারে নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, সম্প্রদায়িকতা রুখে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুদ্ধ এখনো শেষ হয়নি।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাসস/নিজস্ব/এমএএস/২১২০/-জেজেড