বাসস দেশ-৪২ : সু-প্রভাত বাস চলতে দেয়া হবে না : মেয়র আতিকুল

300

বাসস দেশ-৪২
মেয়র-সুপ্রভাত-কমিটি
সু-প্রভাত বাস চলতে দেয়া হবে না : মেয়র আতিকুল
ঢাকা, ১৯ মার্চ, ২০১৯ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর কোন সড়কে সু-প্রভাত বাস চলতে দেয়া হবে না।
তিনি বলেন, গাড়ির লাইসেন্স এবং চেকিং-কন্ট্রাক্ট সিস্টেমও বাতিল করতে হবে। এ ঘটনায় দায়ীদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে। এ ব্যাপারে কমিটি গঠন করা হচ্ছে।
আজ সকাল সাড়ে ৭টায় প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর শুনে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে মেয়র গণমাধ্যমকে এ কথা জানান ।
তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে চালক ও হেলপারসহ বাস মালিকদের জবাবদিহিতার আওতায় আনা হবে।এছাড়া সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নির্দিষ্ট স্থানে বাস থামানোর জন্য পার্কিং এরিয়ার ব্যবস্থা করা হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এ কথা উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর প্রগতি সরণিতে সর্বোচ্চ আগামী ৩ মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণ করার প্রতিশ্রুতি দেন এবং তা নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে নামকরণ করার কথাও জানান।
বাসস/সংবাদদাতা/এসএস/১৯৫৫/কেজিএ