বাসস দেশ-৩৬ : শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়ার পরামর্শ

124

বাসস দেশ-৩৬
কমিটি- শ্রম ও কর্মসংস্থান
শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়ার পরামর্শ
ঢাকা, ১৯ মার্চ, ২০১৯ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় শ্রমজীবি মানুষের অধিকার বিশেষ করে ন্যায্য মজুরী, নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে যথযথ পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ মঙ্গলবার কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য মোঃ কামরুল ইসলাম, মো. ইসরাফিল আলম. মো. নজরুল ইসলাম চৌধুরী, মানু মজুমদার, মুহাম্মদ ইকবাল হোসেন এবং শামসুন নাহার সভায় অংশগ্রহণ করেন।
সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় দেশের উন্নয়ন কর্মকান্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রেখে অগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরো গতিশীলতা আনার পরামর্শ দেয়া হয়।
সভায় গার্মেন্টস শ্রমিকদের ডাটাবেজ তৈরি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শতকরা ৫ ভাগ লভ্যাংশ সঠিকভাবে প্রদান করছে কিনা তা মনিটরিং করার সুপারিশ করা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯৩০/এমকে