বাসস ক্রীড়া-১৭ : অভিমন্যু-এনামুলের জোড়া সেঞ্চুরিতে জিতলো প্রাইম ব্যাংক

116

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-প্রিমিয়ার লিগ
অভিমন্যু-এনামুলের জোড়া সেঞ্চুরিতে জিতলো প্রাইম ব্যাংক
ঢাকা, ১৯ মার্চ ২০১৯ (বাসস) : দুই ব্যাটসম্যান এনামুল হক ও ভারতের অভিমন্যু ইয়াসওয়ারানের জোড়া সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তৃতীয় জয়ের স্বাদ পেলো প্রাইম ব্যাংক। আজ চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক বৃষ্টি আইনে ২৯ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট রয়েছে প্রাইম ব্যাংকের। সমানসংখ্যক ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট শেখ জামালের।
সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় শেখ জামাল। ব্যাট হাতে নেমে ইনিংসের শুরুতেই হোচট খায় প্রাইম ব্যাংক। শূন্য হাতে ফিরেন ওপেনার রুবেল মিঞা। শুরুর ধাক্কা দক্ষতার সাথেই সামাল দেন আরেক ওপেনার এনামুল হক ও ভারতের অভিমন্যু ইয়াসওয়ারান।
শেখ জামালের বোলারদের বিপক্ষে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলেন এনামুল ও অভিমন্যু। এতে স্কোর ২শ’ ছাড়িয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। এসময় লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১তম সেঞ্চুরি করেন এনামুল। গত ম্যাচেও অপরাজিত ১০০ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন এনামুল।
তিন অংকে পা দিয়ে ১০১ রানে থেমে যান এনামুল। ১২০ বল মোকাবেলা করে ৮টি চার মারেন তিনি। অভিমন্যুর সাথে দ্বিতীয় উইকেটে ২০৮ বলে ১৯৪ রান যোগ করেন এনামুল।
সতীর্থের সেঞ্চুরির কিছুক্ষণ বাদে তিন অংকে পা দেন অভিমন্যুও। শেষ পর্যন্ত ১২৬ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ১৩৩ রানে থামেন তিনি। দু’সেঞ্চুরিয়ানের বিদায়ের পর শেষদিকে আরিফুল হকের ঝড়ে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৪ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ৪টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে অপরাজিত ৬৭ রান করেন আরিফুল। শেখ জামালের তানবীর হায়দার ২৭ রানে ২টি উইকেট নেন।
জবাবে ৫৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শেখ জামাল। এ অবস্থায় দলের হাল ধরেন নাসির হোসেন ও উইকেটরক্ষক নুরুল হাসান। দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন তারা। ভালোই এগোচ্ছিলেন নাসির-নুরুল। শতরানের জুটিও গড়ে ফেলেন তারা। নামের পাশে হাফ-সেঞ্চুরিও তুলে ফেলেন নাসির-নুরুল দু’জনেই। তবে ব্যক্তিগত ৭৬ রানে থেমে যান নাসির। ১০টি চার ও ২টি ছক্কায় ৭৬ বলে নিজের নান্দনিক ইনিংসটি সাজান নাসির।
এরপর ক্রিজে নুরুলের সঙ্গী হন তানবীর। দু’জনে দেখে-শুনেই খেলছিলেন। তবে ৩৮তম ওভারে বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত ম্যাচটি আর শুরু হতে পারেনি। ফলে বৃষ্টি আইনে জয় পায় প্রাইম ব্যাংক। বৃষ্টির জন্য খেলা যখন বন্ধ হয়, তখন ৩৭ দশমিক ১ ওভারে ৪ উইকেটে ২০৬ রান সংগ্রহ ছিল শেখ জামালের। কিন্তু ঐসময় রান থাকা দরকার ছিলো ২৩৬। নুরুল ৫৪ ও তানবীর ১৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন প্রাইম ব্যাংকের ভারতীয় খেলোয়াড় ভারতের অভিমন্যু।
বাসস/এএসজি/এএমটি/১৮৫৫/মোজা/স্বব