বাসস ক্রীড়া-১৬ : লিগে প্রথম হারের স্বাদ পেল মোহামেডান

143

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-প্রিমিয়ার লিগ
লিগে প্রথম হারের স্বাদ পেল মোহামেডান
ঢাকা, ১৯ মার্চ ২০১৯ (বাসস) : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল মোহামেডান স্পোটিং ক্লাব। আজ চতুর্থ রাউন্ডের ম্যাচে মোহামেডান ৪ উইকেটে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। চার ম্যাচে ৩জয় ১হারে ৬ পয়েন্ট মোহামেডানের। একই চিত্র রূপগঞ্জেরও।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করার সুযোগটা প্রথমে কাজে লাগাতে পারেনি মোহামেডান। ৪২ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। অভিষেক মিত্র ৬ ও তুষার ইমরান ১৯ রান করে থামেন। তবে আরেক ওপেনার আব্দুল মজিদ ছিলেন ব্যতিক্রম। এক প্রান্ত আগলে রান তোলার কাজটা করছিলেন তিনি। ছোট ছোট ইনিংস খেলে তাকে সঙ্গ দিচ্ছিলেন মিডল-অর্ডার ব্যাটসম্যানরা।
তবে ছয় নম্বরে নামা নাদিফ চৌধুরির সাথে সর্বোচ্চ ৮৩ রানের জুটি গড়েন মজিদ। সেই সাথে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন তিনি। হাফ-সেঞ্চুরি করেন নাদিফ। মজিদের সেঞ্চুরি, নাদিফের হাফ-সেঞ্চুরির সাথে শেষদিকে শ্রীলংকার চাতুরঙ্গা ডি সিলভার ৯ বলে অপরাজিত ২৩, সোহাগ গাজীর ১৩ বলে ১৭ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রানের বড় সংগ্রহ পায় মোহামেডান। ৫টি চার ও ৩টি ছক্কায় ১২৬ বলে ১০৭ রান করেন মজিদ। মারমুখি ব্যাটিং করে ৪টি করে চার-ছক্কায় ৪৭ বলে ৬৪ রান করেন নাদিফ। রূপগঞ্জের মোহাম্মদ শহীদ ৭০ রানে ৩ উইকেট নেন।
জয়ের জন্য ২৯৬ রানের লক্ষ্যে ৪০ রানের মধ্যে ২ উইকেট হারায় রূপগঞ্জ। এরপর মোমিনুল হক ও শাহরিয়ার নাফীসের ব্যাটে চড়ে খেলায় ফেরার পথ খোজে তারা। মোমিনুল ৫৫ ও নাফীস ২৫ রান করে দলীয় ১২২ রানের মধ্যে বিদায় নেন।
এরপর ৯৯ রানের জুটি গড়েন অধিনায়ক নাইম ইসলাম ও ঋষি ধাওয়ান। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ পান। ধাওয়ান ৫১ রানে থামলেও দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন নাইম। ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক জাকের আলীকে নিয়ে ৭১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে পৌঁছে দিয়ে বিদায় নেন নাইম। ৮টি চারে ৯২ বলে ৮৫ রান করেন তিনি। জাকের ২৬ বলে অপরাজিত ৩৪ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ম্যাচ সেরা হয়েছেন নাইম।
বাসস/এএসজি/এএমটি/১৮০৫/মোজা/স্বব