ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯, নিখোঁজ বহু লোক

186

সেন্তানি (ইন্দোনেয়িশা), ১৯ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৮৯ জনের মৃত্যুর খবর জানা গেছে। এতে এখনো আরো অনেকে নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে। ফলে এ দুর্যোগে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় দুর্যোগ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
শনিবারের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ প্রাকৃতিক দুর্যোগে আরো বহু লোক আহত হয়েছে। এতে প্রায় ৬ হাজার ৮শ’ লোককে অস্থায়ী বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।
ভয়াবহ এ দুর্যোগে সামরিক বাহিনীর সদস্যরা লাশ উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে পাহাড় ধসের কারণে সেখানে উদ্ধার কাজ অনেকটা ব্যাহত হচ্ছে।