বাসস দেশ-১৫ : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন সংস্থাসমূহকে সমন্বিতভাবে কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ

102

বাসস দেশ-১৫
কমিটি-মহিলা ও শিশু
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন সংস্থাসমূহকে সমন্বিতভাবে কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ
ঢাকা, ১৯ মার্চ, ২০১৯ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম সভায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থার কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি বেগম মেহের আফরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সভায় কমিটির সদস্য মো. মোজাম্মেল হোসেন, মো. শাহজাহান মিয়া, বেগম ফজিলাতুন নেছা, মো. আব্দুল আজিজ, বেগম শবনম জাহান, বেগম সালমা ইসলাম, বেগম লুৎফুন নেসা খান এবং সৈয়দা রাশিদা বেগম অংশগ্রহণ করেন।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও শিশু একাডেমির কার্যাবলী সর্ম্পকে কমিটিকে অবহিত করা হয়।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৬৫০/ কেজিএ