বাসস দেশ-১৪ : দেশে সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিতের আহ্বান

152

বাসস দেশ-১৪
ওরাকল-সেমিনার
দেশে সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিতের আহ্বান
ঢাকা, ১৯ মার্চ, ২০১৯ (বাসস) : বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করার আহবান জানিয়েছেন দেশি-বিদেশি আই টি এক্সপার্ট ও স্থানীয় ব্যবসায়িরা।
আজ রাজধানীর গুলশান ক্লাবে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেক ও বিশ্বখ্যাত আইটি প্রতিষ্ঠান ওরাকল আয়োজিত ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ও সাইবার নিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ আহবান জানান।
তারা বলেন, প্রতিযোগিতামূলক এ বিশে^ ডিজিটাল ট্রান্সফরমেশনের যেমন বিকল্প নেই ঠিক তেমনি এর সুফল ভোগ করতে হলে যথাযথ সাইবার নিরাপত্তা প্রয়োজন। ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করা।
সেমিনারে বক্তৃতা করেন, ওরাকল সলিউশনের পরিচালক পাইজিট অংসংসার্ন, সি মুন ফু, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব ও ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেকেন গ্লোবাল ডিরেক্টর মারুফ আহমেদ।
দিনব্যাপী এ তথ্য-প্রযুক্তি বিষয়ক সেমিনারে দেশি-বিদেশি আইটি এক্সপার্ট ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৬৪৫/কেজিএ