বাসস ক্রীড়া-১০ : ইনজুরির কারণে সুইজারল্যান্ড দল থেকে ছিটকে গেলেন শাকিরি

130

বাসস ক্রীড়া-১০
ফুটবল-সুইজারল্যান্ড
ইনজুরির কারণে সুইজারল্যান্ড দল থেকে ছিটকে গেলেন শাকিরি
লন্ডন, ১৯ মার্চ ২০১৯ (বাসস) : কুঁচকির ইনজুরির কারণে সুইজারল্যান্ড দল থেকে বাদ পড়েছেন লিভারপুলের উইঙ্গার জিহার্দান শাকিরি।
বেশ কিছুদিন যাবতই কুঁচকির সমস্যায় লিভারপুলের হয়ে মাঠে নামা হয়নি শাকিরির। কিন্তু মৌসুমের শেষের দিকে এসে শিরোপার জন্য কঠিন লড়াইয়ে থাকা লিভারপুলের জন্য গুরুত্বপূর্ণ এই সদস্যকে হারানোটাও মেনে নিতে পারছেন না কোচ জার্গেন ক্লপ।
ইনজুরিতে থাকায় শাকিরি ইউরো ২০২০ বাছাইপর্বে জর্জিয়া ও ডেনমার্কের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না। এদিকে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি প্রিমিয়ার লিগের শিরোপা দৌঁড়েও ম্যানচেস্টার সিটির সাথে সমানভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে শাকিরি রেডসদের হয়ে ৬টি গোল করেছেন।
ইউরো ২০২০ বাছাইপর্বে গ্রুপ-ডি’তে সুইজারল্যান্ড, ডেনমার্ক ও জর্জিয়া ছাড়া অপর দু’টি দল হচ্ছে জিব্রালটার ও আয়ারল্যান্ড।
বাসস/নীহা/১৪১০/মোজা/স্বব