বাসস ক্রীড়া-৭ : মলদোভা সফরের আগে শংকিত দেশ্যম সতর্ক করলেন ফ্রান্স জাতীয় ফুটবল দলকে

194

বাসস ক্রীড়া-৭
ফুটবল-ইউরো-ফ্রান্স
মলদোভা সফরের আগে শংকিত দেশ্যম সতর্ক করলেন ফ্রান্স জাতীয় ফুটবল দলকে
প্যারিস, ১৯ মার্চ, ২০১৯ (বাসস/এএফপি) : ইউরো ২০২০ বাছাইপর্বে অংশ নিতে আগামী শুক্রবার চিসিনাউ সফরে যাবে কোচ দিদিয়ের দেশ্যমের ফ্রান্স জাতীয় ফুটবল দল। সেখানে অখ্যাত মলদোভা বিশ্ব চ্যাম্পিয়নদের জীবন অতিষ্ট করে তুলতে পারে বলে আশংকা করছেন ফরাসি কোচ।
হল্যান্ডের চেয়ে পিছিয়ে থেকে উয়েফা নেশন্স লীগে দ্বিতীয় স্থান লাভ করা ফ্রান্সকে আসন্ন ইউরো বছাইপর্বে এইচ গ্রুপের শীর্ষস্থান লাভের জন্য ফেভারিট হিসেবেই ভাবা হচ্ছে। গ্রুপের বাকি দলগুলো হচ্ছে আইসল্যান্ড, তুরস্ক, আলবেনিয়া ও এন্ডোরা।
দেশ্যম সোমবার বলেন, ‘এটি যে আদর্শ ম্যাচ হবে না সে জন্যই আপনাকে শংকিত থাকতে হবে। আমরা ভালভাবেই জানি এটি আমাদের উপর নির্ভর করছে। তবে মলদোভার এই দলটি নিজেদের মাঠে তাদের ভাগ্য ফেরানোর চেষ্টা করবে।’
ফিফা র‌্যাংকিংয়ের ১৭০তম স্থানে থাকা মলদোভা ২০১৩ সালের পর গত বছর সান ম্যারিনোর বিপক্ষে নেশন্স লীগে ছাড়া আর কখনো কোন প্রতিযোগিতামূলক ম্যাচে জয় পায়নি। তারপরও ফরাসি কোচ বলেন, ‘সেখানে খুব বেশী সুযোগ পাওয়া যাবে না। আমরা এর আগেও এমন পরিস্থিতি পার করেছি। বিষয়টি খুব একটা সহজ ছিলনা। আপনাকে নিখুঁত, সচল এবং পরিবেশের সঙ্গে খাপ খেতে হবে। বিষয়টি সহজ না হলেও আমরা জানি আমাদের প্রত্যাশা কি।’
ইনজুরির কারণে ২০১৭ সালের নভেম্বরের পর এই প্রথম ফরাসি দলের চালক হিসেবে ফিরছেন বায়ার্ন মিউনিখের উয়েঙ্গার কিংসলে কোম্যান। দেশ্যম বলেন, ‘সে গুরুতর ইনজুরিতে ছিল। পরপর কয়েকটি ইনজুরির কারণে ফর্ম হারিয়ে ফেলেছিল। তবে এই মৌসুমে সে বায়ার্নের হয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ভূমিকা পালন করেছে।’
২০১৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত ইউরোর ফাইনালে ৬২ মিনিটসহ আসরের সাত ম্যাচের মধ্যে ছয়টিতে অংশ নিয়েছিলেন কোম্যান। তবে স্তাদে ডি ফ্রেঞ্চে অনুষ্ঠিত ম্যাচের অতিরিক্ত সময়ে ১-০ গোলে পরাজিত হবার পর ২২ বছর বয়সি এই তারকা নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরেছেন মাত্র চারবার। কোচ বলেন,‘দুর্ভাগ্যবশত বিশ্বকাপের আগেই গুরুতর ইনজুরিতে পড়ে যায় কোম্যান। তবে সে এখন আমাদের মাঝে ফিরে এসেছে। কি করতে পারে তার প্রমান সে ২০১৬ ইউরোতে দিয়েছে।’
ওই ম্যাচের পর আগামী ২৫ মার্চ আইসল্যান্ডকে আথিথেয়তা দিবে ফ্রান্স। যে দলের বিপক্ষে ২০১৬ সালের ইউরোর কোয়ার্টার ফাইনালে খেলেছিল লেস ব্লুসরা। ম্যাচে ৫-২ গোলে জয়লাভ করে ফ্রান্স।
বাসস/এএফপি/এমএইচসি/১৬০৫/স্বব