বাসস দেশ-১০ : নেদারল্যান্ডের উত্রেকে কোন বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি : বাংলাদেশ দূতাবাস

143

বাসস দেশ-১০
নেদারল্যান্ড-দূতাবাস
নেদারল্যান্ডের উত্রেকে কোন বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি : বাংলাদেশ দূতাবাস
ঢাকা, ১৯ মার্চ, ২০১৯ (বাসস) : নেদারল্যান্ডের উত্রেক শহরে সোমবার ট্রামে গুলিবর্ষণের ঘটনায় এ পর্যন্ত কোন বাংলাদেশী অভিবাসীর হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ ঢাকায় প্রাপ্ত নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উত্রেক পুলিশ সূত্রে পাওয়া সংবাদে এ ঘটনায় ৩ জন নিহত এবং ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর জানা গেছে।
এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে উত্রেক পুলিশ গোকম্যান তানিস নামের সন্দেহভাজন এক ব্যক্তির পরিচয় প্রকাশ করলেও তাকে এখনও আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি জন্মসূত্রে তুরস্কের বলে ধারণা করা হচ্ছে।
উত্রেক শহরে বসবাসরত সকল বাংলাদেশি অভিবাসীকে ডাচ সরকারের নির্দেশনা অনুয়ায়ী নিরাপদে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বলে দূতাবাস জানায়।
এ বিষয়ে যেকোন তথ্য বা অনুসন্ধানের জন্য দূতাবাসের হটলাইন +৩১-৬৮ ৪১২ ৩২২৯ এবং ইমেইল [email protected] এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বাসস/তবি/এসই/১৫৫০/এমএবি