বাসস বিদেশ-৬ : মেক্সিকোর দূত হিসেবে রক্ষণশীল আইনপ্রণেতার নাম ঘোষণা ট্রাম্পের

136

বাসস বিদেশ-৬
যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কূটনীতি
মেক্সিকোর দূত হিসেবে রক্ষণশীল আইনপ্রণেতার নাম ঘোষণা ট্রাম্পের
ওয়াশিংটন, ১৯ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোয় তার প্রথম রাষ্ট্রদূত হিসেবে ওয়াশিংটনের এক অভিজ্ঞ আইনজীবীকে মনোনয়ন দিয়েছেন। খবর এএফপি’র।
ক্রিস্টোফার ল্যান্দৌ একজন বিশিষ্ট আইনজীবী হওয়ার আগে সুপ্রিম কোর্টের দুই রক্ষণশীল বিচারকের করণিক হিসেবে কাজ করেন। ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই তার চাকরি নিয়ে গুজব শোনা যাচ্ছিল।
কূটনৈতিক ক্ষেত্রে তার কোন অভিজ্ঞতা না থাকলেও তিনি হার্ভাডে অধ্যায়ন করেন এবং প্যানিশ ভাষায় কথা বলেন। তার বাবা জর্জ ল্যান্দৌ দীর্ঘদিন দরে ল্যাটিন আমেরিকার মার্কিন নীতিনির্ধারক ছিলেন। তিনি চিলি, প্যারাগুয়ে ও ভেনিজুয়েলার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।
সোমবার রাতে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প ল্যান্দৌর নাম ঘোষণা করেন। তবে তার চূড়ান্ত নিয়োগের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। উল্লেখ্য, ট্রাম্পের মেয়াদের দুই বছরের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অনেক কূটনীতিক পদ শূন্য রয়েছে।
রবার্তা জ্যাকবসন পদত্যাগ করায় মে মাস থেকে মেক্সিকো সিটিতে যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রদূত নেই। জ্যাকবসন ছিলেন বারাক ওবামা মনোনীত রাষ্ট্রদূত।
বাসস/এমএজেড/১৫৪৫/-জুনা