অস্ট্রেলিয়ায় খুনের অপরাধে এক ব্যক্তির ১১ বছরের কারাদন্ড

203

সিডনি, ১৯ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক বাসিন্দাকে মঙ্গলবার ১১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। রুম ভাড়া দিতে না পারায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তাকে এ সাজা দেয়া হয়।
অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জ্যাসন রোহান কোলটন নামের ওই ব্যক্তি এর আগে রামিজ জোনুজিকে (৩৬) হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে।
রুম ভাড়া বাবদ ২১০ অস্ট্রেলিয়ান ডলার দিতে না পারায় রামিজকে মেরে ফেলা হয়।
রায় ঘোষণার সময় বিচারক এলিজাবেথ হোলিংউর্থ রামিজের ওপর এই হামলাকে ‘কাপুরুষোচিত, ঘৃণ্য ও বিনা উস্কানিমূলক’ বলে অভিহিত করেন।
রামিজ মেলবোর্নের যে বাড়িতে একটি কামরা বুক করেছিলেন তা ২০১৭ সালের অক্টোবর মাসে কোলটন ভাড়া নেন।
আদালতের শুনানীতে বলা হয়, কোলটনের এলোপাথাড়ি ঘুষি ও লাথির আঘাতে জোনুজি আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই হামলায় অংশ নেয়া আরো দুই ব্যক্তির ইতোমধ্যেই সাজা হয়েছে। একজনকে নয় বছর ও অন্যজনকে সাড়ে সাত বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
বিচারক হোলিংওর্থ কোলটন আট বছরের আগে পে রোলেও মুক্তি পাবে না বলে নির্দেশ দেন।