বাসস দেশ-১ : বাঘাইছড়িতে হামলায় হতাহতের ঘটনায় ইসির নিন্দা ও শোক

165

বাসস দেশ-১
ইসি-নিন্দা
বাঘাইছড়িতে হামলায় হতাহতের ঘটনায় ইসির নিন্দা ও শোক
ঢাকা, ১৯ মার্চ, ২০১৯ (বাসস) : উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে রাঙামাটি জেলার বাঘাইছড়িতে দায়িত্বরত অবস্থায় দুর্বৃত্তের হামলায় ভোটগ্রহণ কর্মকর্তা ও আনসার সদস্য নিহতের ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) নিন্দা ও শোক জানিয়েছে।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, নির্বাচন কমিশন জাতীয় দায়িত্বপালনরত ভোটগ্রহণ কর্মকর্তাদের উপর এরূপ কাপুরুষোচিত বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।
বিজ্ঞপিতে আরো বলা হয়, নির্বাচন কমিশন নিহতদের প্রতি গভীর শোক এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছে। নির্বাচন কমিশন যে কোনো পরিস্থিতিতে নিহতদের পরিবারের এবং আহতদের পাশে আছে এবং থাকবে।
সোমবার সন্ধ্যায় তারা ভোটগ্রহণ শেষে নির্বাচনি ফলাফল ও মালামালসহ উপজেলা সদরে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ফিরছিলেন। এ হামলায় ছয়জন নিহত ও কয়েকজন আহত হন।
বাসস/তবি/এসই/১১৪০/এমএবি