বাসস বিদেশ-১ : মসজিদে হামলা চালোনো বন্দুকধারীকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

278

বাসস বিদেশ-১
নিউজিল্যান্ড-হামলা
মসজিদে হামলা চালোনো বন্দুকধারীকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
ক্রাইস্টচার্চ (নিউজিল্যান্ড), ১৯ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সন্ত্রাসী হামলায় অভিযুক্ত অস্ট্রেলীয় বন্দুকধারীর নাম উচ্চারণ না করার অঙ্গীকার করে মঙ্গলবার বলেছেন, এ হামলাকারীকে ‘আইনের সর্বোচ্চ সাজা’ ভোগ করতে হবে।
এ সন্ত্রাসী নিউজিল্যান্ডের মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে। খবর এএফপি’র।
তিনি পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে বলেন, ‘সে নিউজিল্যান্ডের প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা পাবে।’
তিনি ‘আসসালামু আলাইকুম’ বলে তার বক্তব্য শুরু করেন।
তিনি আরো বলেন, ‘তার এই সন্ত্রাসী কর্মকান্ডের পক্ষে সে অনেক কিছু ভাবতে পারে। কিন্তু সে কুখ্যাতি ছাড়া আর কিছুই পায়নি। তার এই জঘন্য কাজের জন্য আমি কখনোই তার নাম উচ্চারণ করব না।’
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘ সে একজন সন্ত্রাসী। সে একজন চরমপন্থী। তবে আমি যখনই তার ব্যাপারে কথা বলল, তখন তার নাম মুখে আনব না।’
বাসস/কেএআর/১০৩০/এমএজেড