বাসস দেশ-৩২ : বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৬ জন নিহত

300

বাসস দেশ-৩২
বাঘাইছড়ি-সন্ত্রাসী
বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৬ জন নিহত
রাঙ্গামাটি, ১৮ মার্চ, ২০১৯ (বাসস) : নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে রাঙ্গামাটির বাঘাইছড়ির নয় কিলো নামক স্থানে পাহাড়ি সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যারাতে এই ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনায় চার পুলিশ সদস্যসহ আরো ৮ জন গুলিবিদ্ধ হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির। নিহতদের মধ্যে দুইজন প্রিজাইডিং অফিসার ও ৪ জন আনসার ভিডিপি সদস্য।
স্থানীয় সূত্র জানিয়েছে, হতাহতরা সকলেই সোমবার অনুষ্ঠিত হয়ে যাওয়া উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে নির্ধারিত গাড়িতে করে বাঘাইছড়ি আসার সময় এই ঘটনার শিকার হয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে রাস্তার পাশে উঁচু পাহাড়ের চূড়া থেকে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় গাড়িতে থাকা লোকজনের প্রায় সকলেই গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে স্থানীয় সেনা-বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাসস/সংবাদদাতা/একেএইচ/কেসি/২১১০এএএ