বাসস দেশ-২৭ : ফাঁকিকৃত ১ কোটি ২২ লাখ টাকার ভ্যাট জমা দিল আশা

260

বাসস দেশ-২৭
আশা-ভ্যাট-জমা
ফাঁকিকৃত ১ কোটি ২২ লাখ টাকার ভ্যাট জমা দিল আশা
ঢাকা, ১৮ মার্চ, ২০১৯ (বাসস) : বেসরকারি উন্নয়ন সংস্থা আশা ফাঁকি দেয়া ১ কোটি ২২ লাখ টাকার ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়েছ। আজ সোনালী ব্যাংকের কলেজ গেট শাখায় তিনটি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে এই টাকা পরিশোধ করে। ভ্যাট ঢাকা পশ্চিমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা পশ্চিম অডিট দল ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য নিরীক্ষা করে দেখতে পায় যে,ওই সময়ে আদায়যোগ্য ভ্যাট আশা কর্তৃপক্ষ পরিশোধ করেননি। গত ১১ মার্চ প্রতিষ্ঠানের বরাবর ফাঁকিকৃত ভ্যাট ১ কোটি ২২ লাখ টাকার দাবিনামা জারি করে ৭ দিনের মধ্যে তা জমা দেয়ার নোটিশ ইস্যু করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আজ প্রতিষ্ঠানটি দাবিকৃত ভ্যাটের টাকা জমা দিয়েছে।
উল্লেখ্য,ভ্যাটের টাকা সময়মতো পরিশোধ না করায়,এখন এনজিওটিকে ভ্যাট আইন অনুয়ায়ী অতিরিক্ত হিসেবে টাকার ওপর মাসিক ২ শতাংশ হারে সুদ জমা দিতে হবে।
বাসস/সবি/আরআই/২০৪০/এবিএইচ