ডিএসইতে লেনদেন ও সূচক কমেছে

411

ঢাকা, ১৮ মার্চ, ২০১৯ (বাসস) : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বড় ধরনের দরপতন হয়েছে। এ দিন সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্যসূচকও হ্রাস পেয়েছে।
ডিএসই’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ৩৪৫ টি কোম্পানির ৮ কোটি ৮২ লাখ ২৬ হাজার ১৮৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৭৬ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ২৩৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৫০ দশমিক ৯১ পয়েন্ট কমে ৫৬০৪ দশমিক ৯০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ২০১৭ দশমিক ৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯ দশমিক ৮২ পয়েন্ট কমে ১২৮৩ দশমিক ০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২ টির, কমেছে ২৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টি কোম্পানির শেয়ার।
টাকার লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো: ব্র্যাক ব্যাংক লি., বৃটিশ আমেরিকান টোব্যাকো, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ডাচ্ বাংলা ব্যাংক লি.,সিঙ্গার বিডি,মুন্নু সিরামিকস, মেরিকো ইন্ডাঃ,বাটা সুজ ও লিগেসী ফুটওয়্যার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো, মেরিকো ইন্ডাঃ, রেকিট বেঙ্কাইজার, ইস্টার্ন লুব্রিকেন্টস, গ্লোবাল হেভী কোং, বৃটিশ আমেরিকান টোব্যাকো, রিলায়েন্স ইন্সুঃ, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., রেনউইক যজ্ঞেশ্বর, ব্যাংক এশিয়া ও রূপালি লাইফ ইন্সুঃ।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইউনাইটেড ইন্সুঃ, লিগেসী ফুটওয়্যার, অগ্রনী ইন্সুঃ, তাক্কাফুল ইন্সুঃ, বিডি অটোকারস, মুন্নু সিরামিকস,আইসিবি সোনালি ফার্স্ট মি. ফা.,এসএস স্টিল, বিআইএফসি ও নরদার্ন ইন্সুঃ।