বাসস দেশ-২২ : বিদেশী জাহাজে কর্মরত দেশী মেরিন গ্রাজুয়েটরা বছরে ২ হাজার কোটি টাকা আয় করছে

176

বাসস দেশ-২২
কমিটি- নৌ-পরিবহন
বিদেশী জাহাজে কর্মরত দেশী মেরিন গ্রাজুয়েটরা বছরে ২ হাজার কোটি টাকা আয় করছে
ঢাকা, ১৮ মার্চ, ২০১৯ (বাসস) : নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে বিদেশী জাহাজে কর্মরত দেশী মেরিন গ্রাজুয়েটরা বছরে ২ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো জানানো হয় গ্রাজুয়েটগণ জাহাজের ক্যাপ্টেন ও চীফ ইঞ্জিনিয়ার হিসেবে দেশী ও বিদেশী জাহাজে কর্মরত থেকে দেশের জন্য সুনামও বয়ে বয়ে আনছে। আর এ আয় দেশের দারিদ্র্য বিমোচনসহ আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। কমিটির সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, মোঃ মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম, বাংলাদেশ মেরিন একাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বলা হয় মেরিন একাডেমী থেকে পাশ করা একজন মেরিনার গড়ে ২০ বছরের পেশাগত জীবনে দেশের জন্য ১০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসে। যা নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন।
সভায় আরো জানানো হয় চট্টগ্রাম বন্দরের চলমান প্রকল্পসমূহ হচ্ছে, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ, নিউমুরিং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড নির্মাণ, দ্বিতীয় নিউমুরিং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড নির্মাণ, সার্ভিস জেটি স্থানান্তর ও পুনঃনির্মাণ। এছাড়াও সভায় মেরিন একাডেমিতে লাইফ সাপোর্টসহ একটি উন্নত মানের হাসপাতাল স্থাপনের জন্য সুপারিশ করে কমিটি। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯২৫/কেএমকে