বাসস দেশ-১৯ : অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

166

বাসস দেশ-১৯
ডিএনসিসি-উচ্ছেদ
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান
ঢাকা, ১৮ মার্চ, ২০১৯ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর উত্তরার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত করেছে। উচ্ছেদ করেছে অবৈধ স্থাপনাও।
আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের শায়েস্তা খাঁ এভিনিউতে কসাইবাড়ি থেকে স্লুইস গেইট পর্যন্ত ডিএনসিসির ড্রেনের উপর এবং ড্রেনের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
অভিযানকালে অবৈধভাবে নির্মিত ১৫০টি কাঁচা ও সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অঞ্চলে জলাবদ্ধতা দূরীকরণের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এ এলাকা গত ১২ মার্চ পরিদর্শন করেন এবং এ সকল অবৈধ স্থাপনা ২ দিনের মধ্যে সরিয়ে ফেলার সময় দিয়েছিলেন।
বাসস/সবি/এসএস/১৮৩০/-কেকে