জয়পুরহাটে বিটি বেগুন চাষে সফল কৃষক দেলোয়ার হোসেন

441

জয়পুরহাট, ১১ মার্চ, ২০১৮ (বাসস) : জেলার চকদাদরা গ্রামের কৃষক দেলোয়ার হোসেন রাজস্ব খাতের আওতায় বিষমুক্ত বিটি বেগুন চাষ করে সফলতা পেয়েছেন।
চকদাদরা গ্রামের বিটি বেগুনের প্রদর্শনী প্লট ঘুরে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে ৫০ শতাংশ জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে বিটি বেগুন চাষ করেছেন কৃষক দেলোয়ার হোসেন। গত বছর ২ ডিসেম্বর জমিতে বিটি বেগুনের চারা লাগানো হয়। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বেগুন তোলা শুরু করেন। এখন প্রতি সপ্তাহে ৮ থেকে ১০ মণ বেগুন তুলতে পারছেন। জমিতে কোন প্রকার কীটনাশক ব্যবহার না করে ফেরোমন ফাঁদ দিয়ে পোকা দমন করেছেন বলে জানান কৃষক দোলোয়ার হোসেন। বাজারে বিষমুক্ত সবজির দামও বেশি। বর্তমানে বিটি বেগুন বাজারে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যেখানে অন্যান্য বেগুন ২০ থেকে ২৫ টাকা কেজি। স্বাদের দিক থেকেও অন্যান্য বেগুনের চেয়ে অনেক ভাল ও সু-স্বাদু। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বিটি বেগুন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারিভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষক দেলোয়ার হোসেনের বিটি বেগুন চাষে সফলতা দেখে আশ পাশের অনেক কৃষক এগিয়ে আসছেন এবং বিটি বেগুন চাষে আগ্রহ প্রকাশ করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়ও বিটি বেগুনের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।