বাসস দেশ-১১ : নৈতিক মূল্যবোধসম্পন্ন যুব সমাজ গড়ার উপযোগী কর্মসূচি নিতে সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ

131

বাসস দেশ-১১
কমিটি- যুব ও ক্রীড়া
নৈতিক মূল্যবোধসম্পন্ন যুব সমাজ গড়ার উপযোগী কর্মসূচি নিতে সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ
ঢাকা, ১৮ মাচর্, ২০১৯ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আধুনিক জীবন মনস্ক যুব সমাজ গড়ার উপযোগী কর্মসূচি গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয় এতে দেশের উন্নয়ন ও গৌরব বৃদ্ধিতেও যুবসমাজ সক্ষমতা অর্জন করবে।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান পাপন, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান, মাশরাফী বিন মোর্ত্তজা এবং জাকিয়া তাবাস্সুম সভায় অংশগ্রহণ করেন।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জীবনের সর্বক্ষেত্রে সাফল্য অর্জনে যুবদের প্রতিভার বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করতেও কার্যকর উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়।
সভায় সারাদেশের ষ্টেডিয়ামগুলো সংস্কার ও নতুন নতুন খেলার মাঠ তৈরির সুপারিশ করা হয় ।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএসপির মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৭২৫/এএএ