বাসস ক্রীড়া-১১ : ইংল্যান্ড-পাকিস্তানের পাশে আফগানিস্তান

127

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-টেস্টে
ইংল্যান্ড-পাকিস্তানের পাশে আফগানিস্তান
দেরাদুন, ১৮ মার্চ ২০১৯ (বাসস) : টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়েছে আফগানিস্তান। আজ দেরাদুনে সিরিজের একমাত্র টেস্টে আফগানরা ৭ উইকেটে হারায় আয়ারল্যান্ডকে। এর মাধ্যমে ইংল্যান্ড ও পাকিস্তানের পাশে নাম লেখালো আফগানরা। এর আগে টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ নিয়েছে কেবল ইংল্যান্ড ও পাকিস্তান।
১৮৭৭ সালে মেলবোর্নে নিজেদের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটে জিতেছিলো ইংল্যান্ড। আর ১৯৭৪ সালে নিজেদের দ্বিতীয় টেস্টে নটিংহামে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে লংগার ভার্সনে প্রথম জয় পায় পাকিস্তান।
এদিকে, প্রথম টেস্ট জয়ে আরও একটি রেকর্ড গড়েছে আফগানিস্তান। টেস্ট অভিষেকের এক বছরের মধ্যে প্রথম জয় তুলে নেয় তারা। গেল বছর ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলেছিলো আফগানিস্তান। টেস্ট অভিষেকের এক বছরের মধ্যে প্রথম ম্যাচ জয় করা দল আফগানরা। তবে যে বছর টেস্ট অভিষেক হয়, ঐ বছরই ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড রয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-পাকিস্তানের।
অভিষেকের পাঁচ ম্যাচ বছর পর প্রথম টেস্ট জিতে বাংলাদেশ।
বাসস/এএমটি/১৭১৫/মোজা/স্বব