বাসস ক্রীড়া-৭ : লামের ফেভারিট জার্মানি, স্পেন, ব্রাজিল ও ফ্রান্স

168

বাসস ক্রীড়া-৭
ফুটবল-লাম
লামের ফেভারিট জার্মানি, স্পেন, ব্রাজিল ও ফ্রান্স
মিউনিখ (জার্মানি), ৬ জুন ২০১৮ (বাসস) : আসন্ন ফুটবল বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির সাথে স্পেন, ব্রাজিল ও ফ্রান্সকে ফেভারিট বলছেন সাবেক জার্মান অধিনায়ক ফিলিপ লাম। গেল বছর লামের নেতৃত্বে বিশ্বকাপের শিরোপা জয় করে জার্মানি। গত বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লাম। তবে আসন্ন বিশ্বকাপেও জার্মানির শিরোপা জিতবে বলে মনে করেন তিনি। তবে জার্মানির লক্ষ্যের পথে স্পেন, ব্রাজিল ও ফ্রান্স বড় বাঁধা হবে বলে জানান লাম। বিবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শিরোপা ধরতে রাখার সামর্থ্য জার্মানির রয়েছে। তবে আমাদের বড় বাঁধা হবে স্পেন, ব্রাজিল ও ফ্রান্স। আমার ফেভারিটের তালিকায় এই চার দল রয়েছে। এই চার দল বিশ্বকাপে অনেক দূর যাবে।’
চার বছর আগে ২০তম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিলো ব্রাজিলে। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি। ঐ আসরের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারায় লামের নেতৃত্বধীন জার্মানরা।
কিন্তু এবার মাঠের বাইরে থেকেই জার্মানির খেলা দেখতে হবে লামকে। আসন্ন বিশ্বকাপেও জার্মানির সাফল্যের ব্যাপারে আশাবাদি লাম। রাশিয়ায় জার্মানিকে বিশ্বকাপের অন্যতম দাবিদার বলছেন ৩৪ বছর বয়সী সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের দলের বিশ্বকাপ প্রস্তুতি বেশ ভাল হয়েছে। প্রতি পজিশনে ভাল ফুটবলার রয়েছে। তাদের অভিজ্ঞতাও যথেষ্ট। দলে তরুণ-প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। অনেক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ও আছে। এই দলের খেলোয়াড়রা স্বাভাবিক ফুটবলটাই অসাধারণ খেলে। তাই আমার মনে হয়, রাশিয়ার বিশ্বকাপে জার্মানি অনেক ভালো খেলবে এবং বহু দূর যাবে। বিশ্বকাপের অন্যতম দাবিদার আমাদের এই দল।’
নিজের সাবেক দলকে নিয়ে আশাবাদি হলেও বিশ্বকাপে জার্মানির বড় বাঁধা স্পেন হবে বলে জানান লাম। তিনি বলেন, ‘প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে স্পেনের খেলা আমার খুব ভাল লেগেছে। ওরা সত্যিই খুব ভাল খেলছে। বিশ্বকাপে যদি জার্মানির সাথে স্পেনের খেলা পড়ে, তবে ম্যাচটি বেশ জমজমাট হবে। ঐ ম্যাচ জিততে হলে খুব ভালো ফুটবল খেলতে হবে জার্মানদের।’
এছাড়া আরও বেশক’টি দল আসন্ন বিশ্বকাপে ভালো খেলবে বলেন জানান লাম। তার পছন্দের তালিকায় কারা রয়েছে, এ সর্ম্পকে লাম বলেন, ‘ব্রাজিল ও ফ্রান্স ভাল দল। ইংল্যান্ড দলে তরুণ খেলোয়াড়ে পরিপূর্ণ। তবে সব ম্যাচে ওরা ওদের মান অনুযায়ী খেলতে পারে কি না, সেটা মাঠে দেখা যাবে। ক্রোয়েশিয়া, বেলজিয়ামকেও নজরে রাখতে হবে। তবে আমার চার ফেভারিট জার্মানি, স্পেন, ব্রাজিল ও ফ্রান্স।’
জার্মানির কোচ জোয়াকিম লো-র অভিজ্ঞতা যে মানুয়েল নয়্যারদের দলের সবচেয়ে বড় শক্তি, এমনটা বলতে ভুলে যাননি লাম। তিনি বলেন, ‘২০০৪ সাল থেকে জার্মান দলের সঙ্গে রয়েছেন লো। দু’বছর সহকারী কোচ হিসেবে থাকার পর ১২ বছর ধরে জার্মানদের প্রধান কোচ। দলের ছেলেদের কী করে সামলাতে হয়, তা খুব ভাল করে জানেন লো। দলের অন্যান্য কোচ, ডাক্তার, ফিজিওদের কাছ থেকেও আন্তরিক সাহায্য পান বলে দলের পরিকল্পনা সহজে করতে পারেন। কৌশলের ক্ষেত্রেও ধারালো হতেও কোন সমস্যা হয় না তার। কৌশল কী ভাবে মাঠে কাজে লাগাতে হবে, খেলোয়াড়দের সেই ধারণাও দিতে পারেন সহজে। ফলে প্রত্যেক খেলোয়াড়ই ভালোভাবে বুঝে, কার কি কাজ রয়েছে এবং ভালোভাবে করতে পারে। তখন দলের সাফল্য পেতে সমস্যা হয় না।’
গত বারের বিশ্বকাপে ব্রাজিলকে তাদেরই মাঠে সাত গোল দিয়ে ফাইনালে ওঠার ঘটনাকে স্বপ্নের মতো মনে হয়েছিল বলে জানান লাম। তিনি বলেন, ‘ব্রাজিলের মত একটা দলের বিপক্ষে তাদের মাঠে এভাবে হারানোটা, সত্যিই অবিশ্বাস্য। ম্যাচটি স্বপ্নের মতো ছিলো। ম্যাচ শেষে গায়ে চিমটি কেটে বিশ্বাস করতে হয়েছিল, এটা কি বাস্তব! সে দিন আমাদের কৌশল অনুযায়ী নিখুঁত ফুটবল খেলেছিলাম।’
আসন্ন বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে খেলবে জার্মানি। গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ- মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া।
বাসস/এএমটি/১৬৪০/স্বব